খেলাধুলা ডেস্ক | বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 50 বার পঠিত
ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ড দলে নেই কেন উইলিয়ামসন। পিতৃত্বকালীন ছুটিতে থাকায় এই তারকা ব্যাটসম্যানকে ছাড়াই দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দলে ফিরেছেন পেস বোলার ট্রেন্ট বোল্ট। ১৫ মাসের বিরতি দিয়ে টি-টোয়েন্টির দলে ফিরলেন বোল্ট। তবে প্রথম টি-টোয়েন্টিতে খেলবেন না বোল্ট। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে দলে থাকবেন তিনি।
উইলিয়ামসনের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন স্পিন বোলিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার। দলের নিয়মিত মুখ ড্যারিল মিচেলও এই সিরিজে থাকছেন না। চোট থেকে সেরে উঠতে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। এদিকে প্রথম টি-টোয়েন্টি খেলে ওয়ার্কলোড কমাতে শেষ দুই টি-টোয়েন্টি থেকে বিশ্রামে যাবেন টিম সাউদি। দলের আরো আছেন ব্যাটিং অলরাউন্ডার রাচিন রবীন্দ্র ও অভিষেকের অপেক্ষায় থাকা জশ ক্লার্কসন। বেন সিয়ার্সের জায়গায় দলে ফিরেছেন লকি ফার্গুসন। এ ছাড়া মাইকেল ব্রেসওয়েল আঙুলের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এবং জিমি নিশাম রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলতে বাংলাদেশে আসায় তাদের রাখা হয়নি। দলে একমাত্র নতুন মুখ জশ ক্লাকর্সন।
দল নিয়ে নির্বাচক স্যাম ওয়েলস বলেন, ‘একসাথে দুইজন বড় খেলোয়াড়কে মিস করা কখনোই সুখকর নয়। কিন্তু যারা দলে আসছে তাদের প্রতি আমাদের আস্থা আছে। জশ (ক্লার্কসন) এবং রাচিন (রবীন্দ্র) পুরো গ্রীষ্মে দলের সাথে ছিল এবং তাদের জন্য এটা ভালো সুযোগ। বাংলাদেশের বিপক্ষে জশের পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট হয়েছি।’
আগামী ২১ ফেব্রুয়ারি শুরু হবে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। ওয়েলিংটনে প্রথম টি-টোয়েন্টির পর অকল্যান্ডে আগামী ২৩ ও ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, রাচিন রবীন্দ্র, জশ ক্লার্কসন, ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, অ্যাডাম মিলনে, ম্যাট হেনরি, টিম সাইফার্ট (উইকেটকিপার), ইশ সোধি ও লকি ফার্গুসন।
Posted ২:১১ পিএম | বুধবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।