| শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 35 বার পঠিত
বিশ্বজুড়ে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
চলতি বছরের নভেম্বরের ১৭ তারিখ থেকে ডিসেম্বরের ১৭ তারিখ পর্যন্ত এক মাসে বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৮ হাজার মানুষ। তাদের মধ্যে গুরুতর অসুস্থ ১ হাজার ৬০০ জন। শতকরা হিসেবে এক মাসে সংক্রমণ দাঁড়ায় ৫২ শতাংশ।
হঠাৎ করে করোনার এই সংক্রমণের ঊর্ধ্বগতির জন্য ভাইরাসটির নতুন একটি ধরন বা ভ্যারিয়েন্ট জেএন ডট ১-কে দায়ী করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ১৮ ডিসেম্বর জেএন ডট ১-কে ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট ক্যাটাগরিভুক্ত করা হয়।
ডব্লিউএইচও জানিয়েছে, প্রাপ্ত তথ্যউপাত্ত অনুসারে, জেএন ডট ১-কের কারণে এই মুহূর্তে অতিরিক্ত কোনো বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি নেই। তবে উত্তর গোলার্ধে শীত শুরুর সঙ্গে সঙ্গে এটি শ্বাসযন্ত্রে সংক্রমণের সমস্যা বাড়িয়ে দিতে পারে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য মতে, দেশটির কেরালায় আক্রান্ত রোগীদের হার সবচেয়ে বেশি। গত ২০ ডিসেম্বর দেওয়া তথ্য অনুযায়ী, সেখানে করোনা শনাক্ত হয়েছেন ৩০০ জন। আর মৃত্যু হয়েছে তিনজনের।
Posted ১২:৪৮ পিএম | শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।