শনিবার ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

চীনে তীব্র শৈত্যপ্রবাহ, ট্রেন দুর্ঘটনায় আহত পাঁচ শতাধিক মানুষ

  |   শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   37 বার পঠিত

চীনে তীব্র শৈত্যপ্রবাহ, ট্রেন দুর্ঘটনায় আহত পাঁচ শতাধিক মানুষ

চীন তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। দেশটির বেশিরভাগ অঞ্চলেই শুক্রবার তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে। রাস্তাঘাট বরফে ঢেকে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। ঘটছে দুর্ঘটনা।

প্রচণ্ড তুষারপাতের কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী বেইজিংয়ে দুটি সাবওয়ে ট্রেনের মধ্যে সংঘর্ষে ৫০০ জনের বেশি মানুষ আহত হয়। তাদের ১০২ জনেরই দেহের হাড় ভেঙেছে।

শুক্রবার এই আহতদের ৪২৩ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বেইজিংয়ের পরিবহন ব্যবস্থায় এমন দুর্ঘটনা সচরাচর ঘটে না।

কিন্তু তুষারঝড়ের কারণে রেললাইন পিচ্ছিল হয়ে ঘটে যায় এ দুর্ঘটনা। এতে এত বিপুল সংখ্যক মানুষ আহত হওয়ায় অনেকেই হতবাক হয়েছেন।

শৈত্যপ্রবাহ আরও তীব্র হওয়ায় কর্তৃপক্ষ কয়েকটি প্রদেশের মহাসড়কে যান চলাচল সীমিত করেছে বলে জানিয়েছে বিবিসি।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর–পূর্বাঞ্চলীয় প্রদেশ হেইলংজিয়াং, উত্তর-পশ্চিমের শিনজিয়াং অঞ্চল, স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়া এবং গানসু ও কিংহাই প্রদেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।

চলতি সপ্তাহের প্রথম দিকে শুরু হওয়া এ শৈত্যপ্রবাহ দেশের উত্তর থেকে দক্ষিণে বয়ে যাচ্ছে। সপ্তাহান্তেও তাপমাত্রা নিম্নগামী থাকবে। যদিও বৃষ্টি ও তুষারপাত কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া কেন্দ্র।

হেনান প্রদেশে তুষারপাতের কারণে বরফে ঢাকা পড়েছে সড়ক। ঘন কুয়াশার মধ্যে সেখানে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে।

নিংসিয়া অঞ্চলের ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে, তুষারপাতের কারণে বেশ কিছু মহাসড়কে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে সেখানে যান চলাচল নিয়ন্ত্রণে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে।

কাছের গানসু প্রদেশেও কিছু মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। শৈত্যপ্রবাহের সতর্কতার মধ্যে শুক্রবার সাংহাইয়ে কিছু ফেরি ও বাস চলাচলও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

Facebook Comments Box
বিষয় :

Posted ৩:২৬ এএম | শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।