শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বিপর্যস্ত চেন্নাই, নিহত ৮

  |   মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   16 বার পঠিত

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বিপর্যস্ত চেন্নাই, নিহত ৮

প্রবল ঘূর্ণিঝড় মিগজাউমের কারণে ভারতের চেন্নাই ও অন্ধ্র প্রদেশে ভারী বর্ষণ হচ্ছে। এতে চেন্নাই ও অন্ধ্র প্রদেশে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন সিডিউল ও বিমানের ফ্লাইট বাতিল হয়েছে। অবিরাম ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে ঘরবাড়ি প্লাবিত, বিদ্যুৎস্পৃষ্ট, গাছপালা ভাঙাসহ বিভিন্ন কারণে অন্তত আটজন নিহত হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

প্রবল ঘূর্ণিঝড় হিসাবে আঘাত হানার সময় এর গতিবেগ ছিল ৯০-১০০ কিলোমিটার, যা প্রতি ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত দমকা আকারে বৃদ্ধি পাচ্ছে বলে প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে।

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, চেন্নাইয়ে উদ্ধারকাজ চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনীর মাদ্রাজ ইউনিট। মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও (এনডিআরএফ)।

আবহাওয়া দফতর জানিয়েছে, সবশেষ ২৪ ঘণ্টায় চেন্নাইয়ের পেরুনগুডিসহ একাধিক জায়গায় প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে মঙ্গলবার সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।

Facebook Comments Box
বিষয় :

Posted ৬:২০ এএম | মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।