শুক্রবার ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

টেকনাফে মাটির দেয়াল ধসে একই পরিবারের ৪ জন নিহত

  |   শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   27 বার পঠিত

টেকনাফে মাটির দেয়াল ধসে একই পরিবারের ৪ জন নিহত

কক্সবাজারের টেকনাফে অব্যাহত বর্ষণে মাটির ঘরের দেয়াল চাপায় একই পরিবারের চারজন নিহত এবং কয়েকজন আহত হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৩টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।

নিহতরা হলেন, মরিচ্যাঘোনা ফকিরাঘোনা এলাকার ফকির মোহাম্মদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া (১১)।

স্থানীয় বরাতে রাশেদ মাহমুদ আলী বলেন, বৃহস্পতিবার সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে থেমে থেমে হাল্কা ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত ছিল। এতে হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় মাটির ঘরের দেয়াল ধসে চাপা পড়ে একই পরিবারের ৪ জন নিহত এবং কয়েকজন আহত হয়েছে।

পরে খবর পেয়ে স্থানীয়রা চাপা পড়া মাটি সরিয়ে ৪ জনের মৃতদেহ উদ্ধার করে।

ঘটনার ব্যাপারে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়েছে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান।

Facebook Comments Box
বিষয় :

Posted ৮:৫৮ এএম | শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(173 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।