| শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 35 বার পঠিত
ক্রিকেট বোর্ডের ওপর সরকারি হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ক্রিকেটের সদস্যপদ নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা (আইসিসি)।
আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিসি বোর্ড আজ সভায় বসে সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ বিধিনিষেধ লঙ্ঘন করেছে। বিশেষ করে, স্বাধীনভাবে কাজ করতে ক্রিকেট প্রশাসনকে সরকারি হস্তক্ষেপের বাইরে থাকার প্রয়োজন ছিল। সময়মতো এই স্থগিতাদেশের শর্তগুলো জানিয়ে দেবে আইসিসি বোর্ড।
দেশটির ক্রিকেট বোর্ডে দুর্নীতির অভিযোগ রয়েছে অনেকদিন ধরে। সেই সঙ্গে রাজনৈতিক ব্যক্তিবর্গের হস্তক্ষেপে বোর্ডের কার্যক্রমও বাঁধাগ্রস্ত হয়েছে অনেকবার। এবার এই ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ১৯৮১ সালে আইসিসির পূর্ণ সদস্যপদ পেয়েছিল দেশটি।
প্রসঙ্গত, ভারতের কাছে ৩০২ রানে হারের পরই গোটা শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে সরিয়ে দিয়েছিলেন সেদেশের ক্রীড়ামন্ত্রী। যদিও শ্রীলঙ্কার আদালতে কয়েকদিনের মধ্যে ফের তাঁদের পদ-রক্ষা হয়। যদিও শ্রীলঙ্কার সরকার সেখানেই না থেমে সেদেশের সংসদে ক্রিকেট বোর্ডকে সরানোর জন্য আইন আনার পথেও হাঁটে। যে প্রক্রিয়া ও ক্রিকেট ঘিরে দেশের সর্বোচ্চ মহলের হস্তক্ষেপের জেরে কড়া সিদ্ধান্তের পথেই হাঁটল আইসিসি।
Posted ৩:৩৯ পিএম | শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।