শনিবার ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মারা গেছেন কিংবদন্তি ভারতীয় স্পিনার বিষেণ সিং বেদী

  |   সোমবার, ২৩ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   30 বার পঠিত

মারা গেছেন কিংবদন্তি ভারতীয় স্পিনার বিষেণ সিং বেদী

ভারতের সাবেক অধিনায়ক ও ইতিহাসের অন্যতম সেরা বাঁহাতি স্পিনার বিষেণ সিং বেদি মারা গেছেন। মৃত্যুর সময় কিংবদন্তি এই স্পিনারের বয়স হয়েছিল ৭৭ বছর। যদিও গত দুই বছরে বেশ কয়েকটি অস্ত্রোপচারের ভেতর দিয়ে যেতে হয়েছে তাকে।

সোমবার বেদির মৃত্যুর খবরটি নিশ্চিত করে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

১৯৬০ ও ৭০ এর দশকে ভারতের বিখ্যাত ‘স্পিন কোয়ার্টেট’ এর সদস্য ছিলেন বেদী। বাঁহাতি স্পিনের মাধ্যমে ব্যাটারদের রীতিমত বোকা বানাতেন তিনি। স্পিন কোয়ার্টেটের বাকিরা হলেন, এরাপল্লি প্রসন্না, ভগবৎ চন্দ্রশেখর ও শ্রীনিবাস বেঙ্কটরাঘবন।

চারজনে ২৩১ টেস্ট ম্যাচ খেলে শিকার করেছেন মোট ৮৫৩ উইকেট। এর মধ্যে বেদী ৬৭ ম্যাচ খেলে ঝুলিতে পুরেছেন ২৬৬ উইকেট। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের পেছনে অন্যতম অবদান রাখেন বাঁহাতি এই স্পিনার।

১৯৬৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। ১২ বছরের ক্যারিয়ারে শেষ ম্যাচটি খেলেন ১৯৭৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে।

ওয়ানডেতে অবশ্য খুব একটা দেখা মেলেনি বেদীর। ১০ ম্যাচ খেলে নিয়েছেন কেবল সাত উইকেট। তবে এই ফরম্যাটে ভারতের প্রথম জয়ের পেছনে অবদান রাখেন তিনি।

১৯৭৫ বিশ্বকাপের সেই ম্যাচে পূর্ব আফ্রিকাকে ১০ উইকেটে হারায় ভারত। সেই ম্যাচে ১২ ওভার বোলিং করে ৮ মেইডেনসহ মাত্র ৬ রান দিয়ে ১ উইকেট নেন বেদী।

১৯৭৬-১৯৭৮ সালের মধ্যে ভারতকে ২২টি টেস্টে নেতৃত্ব দেন বেদী।

Facebook Comments Box

Posted ১২:৪৫ পিএম | সোমবার, ২৩ অক্টোবর ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।