শনিবার ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ববি চার্লটন আর নেই

  |   রবিবার, ২২ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   23 বার পঠিত

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ববি চার্লটন আর নেই

ইংল্যান্ডকে একমাত্র ফুটবল বিশ্বকাপ জেতানো সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি স্যার ববি চার্লটন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড শনিবার (২১ অক্টোবর) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। ১৯৬৬ সালে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন চার্লটন।

ম্যানচেস্টার ইউনাইটেড বিবৃতিতে বলেছে, ‘আমাদের ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা এবং সবচেয়ে প্রিয় খেলোয়াড় স্যার ববি চার্লটনের মৃত্যুতে ম্যানচেস্টার ইউনাইটেড শোকাহত। স্যার ববি শুধু ম্যানচেস্টার ইউনাইটেডে নয় বরং বিশ্বজুড়ে যেখানেই ফুটবল খেলা হয় সেখানে লক্ষ লক্ষ মানুষের কাছে হিরো ছিলেন। স্যার ববিকে সর্বদা খেলার একজন কিংবদন্তি হিসাবে স্মরণ করা হবে।’
ইংল্যান্ডের জার্সিতে ১৯৫৮ থেকে ১৯৭০ সাল পর্যন্ত খেলেছেন চার্লটন। জাতীয় দলের জার্সিতে এই অ্যাটাকিং মিডফিল্ডারের গোল সংখ্যা ৪৯টি। ক্লাব ফুটবলেও দারুণ সফল ছিলেন তিনি। ইউনাইটেডের জার্সিতে ৭৫৮টি ম্যাচে ২৪৯টি গোল করেছেন। ১৯৬৮ সালে ক্লাবকে প্রথম বার ইউরোপিয়ান কাপ জেতান কিংবদন্তি এই ফুটবলার।
Facebook Comments Box

Posted ২:৩৫ এএম | রবিবার, ২২ অক্টোবর ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।