| রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 30 বার পঠিত
বিশ্বকাপ শুরুর বেশ কয়েক মাস আগে থেকেই এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান ম্যাচ নিয়ে বাড়তি উত্তেজনা কাজ করছিলো দর্শকদের মধ্যে। সব অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার মাঠে নামে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। কিন্তু বরাবরের মতো এবারেও বিশ্বকাপে ভারতের কাছে হেরেছে পাকিস্তান। ভারত জয়ী হয় ৭ উইকেটের সহজ ব্যবধানে।
এ নিয়ে বিশ্বকাপে মোট আটটি ম্যাচের প্রতিটিতেই ভারত জিতলো পাকিস্তানের বিপক্ষে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ভারত। ব্যাটিংয়ে নেমে ১৯১ রানে অলআউট হয় বাবর আজমের দল। জবাবে ব্যাটিংয়ে নেমে রোহিতের ব্যাটিং তাণ্ডবে উড়ে যায় পাকিস্তান। ভারত ৩০.৩ ওভারে ৩ উইকেটে ১৯২ রান করে।
রানের সাদামাটা লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই তান্ডব চালাতে থাকেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। ১৬ রান করে গিল আউট হলেও, বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন রোহিত। ১৬ রানে আউট হন কোহলি। এদিন টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালিয়ে মাত্র ৩৬ বলে অর্ধশতক পূরণ করেন রোহিত শর্মা। তবে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ৮৬ রান করে সাজঘরে ফেরেন এই ডান হাতি ব্যাটার। শেষ পর্যন্ত শ্রেয়াস আইয়ার ৫৩ এবং লোকেশ রাহুল ১৯ রানে অপরাজিত ছিলেন। পাকিস্তানের শাহীন আফ্রিদি ২টি ও হাসান আলী ১টি উইকেট লাভ করেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে দুই পাক ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল-হক। তবে ইনিংস বড় করতে পারেননি শফিক। ২০ রান করে আউট হন এই ডান হাতি ব্যাটার। ৩৬ রানে ইমাম-উল আউট হলে চাপে পড়ে পাকিস্তান। এরপর রিজওয়ানকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন বাবর আজম।
দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে এগিয়ে যায় পাকিস্তান। ৫৬ বলে নিজের ফিফটি পূরণ করে আউট হন পাক অধিনায়ক বাবর আজম। এরপর সাউদ শাকিল ৬ ও ইফতেখার আহমেদ ৪ রানে আউট হলে আবারো চাপে পড়ে পাকিস্তান। কিন্তু পিচের অপর প্রান্তে থিতু হন রিজওয়ান।
৬৯ বলে ৪৯ রান করে রিজওয়ান আউট হলে উইকেট মিছিলে যোগ দেন শাদাব খান (২), মোহাম্মদ নাওয়াজ (৪), হাসান আলী (১২) ও হারিস রাউফ ২ রানে আউট হলে ৪৩ বল হাতে থাকতেই ১৯১ রানে অলআউট হয় পাকিস্তান। ভারতের বুমরাহ, সিরাজ, হার্দিক, কুলদ্বীপ ও জাদেজা ২টি করে উইকেট লাভ করেন।
Posted ২:৪২ এএম | রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।