| মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 42 বার পঠিত
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন দলের সদস্যরা নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেছেন।
মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। বৈঠকে অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত রয়েছেন।
মার্কিন প্রাক-নির্বাচন বিষয়ক পর্যবেক্ষক দলে আছেন আইআরআই’র বনি গ্লিক, জামিল জাফের, জোহানা কাউ, কার্ল রিক ও এনডিআই-এর মারিয়া চিন বিনতি আব্দুল্লাহ, মনপ্রিত সিং আনন্দ ও ক্রিগ হলস্টেড।
দলটি ইতোমধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছে। শনিবার (৭ অক্টোবর) বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন বিষয়ক এই পর্যবেক্ষক দল। দেশটির অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রতিনিধি দলটি ১৩ অক্টোবর (শুক্রবার) পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।
Posted ৭:৫৭ এএম | মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।