| সোমবার, ০৯ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 35 বার পঠিত
ঘরের মাঠ, শক্তিশালী ব্যাটিং লাইন ও দুর্দান্ত পেস অ্যাটাক নিয়ে ফেভারিট দল হিসেবে বিশ্বকাপে অংশ নিয়েছে ভারত। নিজেদের প্রথম ম্যাচে ক্রিকেটের আরেক পরাশক্তি অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে রোহিত-কোহলিরা। রোববার চেন্নাইয়ের এম. এ. চিদম্বরম স্টেডিয়ামে ভারতের বিপক্ষে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে ৩ বল হাতে থাকতেই ১৯৯ রানে অলআউট হয় অজিরা। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোচট খেলেও রাহুল ও কোহলির ব্যাটিং নৈপুণ্যে ভর করে ৬ উইকেটের বড় জয় পায় ভারত।
জবাবে ব্যাটিংয়ে নেমে মিচেল স্টার্কের প্রথম ওভারেই ঈষান কিশানকে হারায় ভারত। পরের ওভারে অধিনায়ক রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ারকে সাজঘরে ফিরিয়ে ভারতীয় শিবিরে কাঁপন ধরান অজি পেসার জোশ হ্যাজেলউড। তবে লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। ব্যক্তিগত ১৭ রানে ক্যাচ তোলেন কোহলি, তবে তা তালুবদ্ধ করতে ব্যর্থ হন মিচেল মার্শ। এতেই যেনো ম্যাচ থেকে ছিটকে যায় অজিরা। বিপরীতে সুযোগ কাজে লাগিয়ে পিচে থিতু হন কোহলি। দুজনের ব্যাট থেকে আসে ১৬৪ রান। কোহলি ১১৬ বলে ৮৫ রান করে আউট হলেও, শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ১১* এবং রাহুল অপরাজিত ৯৭ রানে ভর করে ৬ উইকেট এবং ৫২ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই মিচেল মার্শ ডাক মেরে সাজঘরে ফেরেন। তবে স্মিথকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। ৪১ রান করে ওয়ার্নার আউট হলে চাপে পড়ে অস্ট্রেলিয়া।
এরপর লাবুশানেকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন অভিজ্ঞ স্মিথ। ব্যাক্তিগত ৪৬ রানে স্মিথকে ফিরিয়ে অজিদের উপর চাপ বাঁড়ান রবিন্দ্র জাদেজা। এরপর জাদেজার একই ওভারে লাবুশানে এবং অ্যালেক্স ক্যারিকে হারায় অস্ট্রেলিয়া।
দলীয় ১৪০ রানে ক্যামেরন গ্রীন এবং ম্যাক্সওয়েলকে হারালে কার্যত শেষ হয় অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন। এরপর অধিনায়ক পাট কামিন্স ব্যাট চালালেও ইনিংস বড় করতে পারেননি। ১৫ রান করে ক্যাচআউট হন তিনি। শেষ ওভারের তিন বল হাতে থাকতেই ৩৪ বলে ২৮ রান করে মিচেল স্টার্ক আউট হলে ১৯৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।
ভারতের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন রবিন্দ্র জাদেজা। কুলদীপ যাদব ও জাসপ্রিত বুমরাহ দুটি এবং রবীচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সিরাজ ও হার্দিক পান্ডিয়া একটি করে উইকেট শিকার করেন।
Posted ৮:৪৭ এএম | সোমবার, ০৯ অক্টোবর ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।