| শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 38 বার পঠিত
ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠেছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এদিন টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে নিউজিল্যান্ড। টস হেরে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডকে ২৮৩ রানের লক্ষ্য দেয় ইংল্যান্ড।
জবাবে ব্যাটিং নেমে শুরুতে উইল ইয়ংকে হারায় নিউজিল্যান্ড। স্যাম কারানের বলে ডাক আউট হন তিনি। তবে রাচিন রাবীন্দ্রকে সঙ্গে নিয়ে টি-টোয়েন্টি মেজাজে রান তুলতে থাকেন আরেক কিউই ওপেনার ডেভন কনওয়ে। তার সঙ্গে পাল্লা দিয়ে ব্যাট চালাতে থাকেন রাবীন্দ্র। দুজনের ব্যাটিং তাণ্ডবে পাওয়া প্লেতে ৮১ রান তোলে কিউইরা। ৩৮ বলে রাবীন্দ্রর ফিফটির পর, ৩৭ বলে নিজের অর্ধশতক পূরণ করেন কনওয়ে। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের পথ সহজ হয় নিউজিল্যান্ড।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে ১ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১১১ রান। ডেভন কনওয়ে ৪১ বলে ৫৩ রান এবং রাচিন রাবীন্দ্র ৪২ বলে ৫৭ রানে ব্যাট করছেন।
Posted ৭:৩৮ এএম | শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।