| শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 25 বার পঠিত
এশিয়ান গেমসে ক্রিকেটের সেমিফাইনালে আটকে গেছে বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি সাইফ হাসানের দল। সোনার আশায় দেশ ছাড়া দল এখন লড়বে ব্রোঞ্জের আশায়।
ঝেইঝ্যাং ইউনিভার্সিটি অব টেকনোলজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার সকালে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। ৯৭ রানের লক্ষ্য ৬৪ বল হাতে রেখে পূরণ করে শক্তিশালী ভারত।
নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯৬ রানে আটকে যায় বাংলাদেশের ইনিংস। সর্বোচ্চ ২৪ রান আসে উইকেটকিপার-ব্যাটার জাকের আলির ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান ওপেনার পারভেজ হোসেন ইমনের। আর দুই অঙ্কে যেতে পেরেছেন কেবল রাকিবুল হাসান (১৪)।
কঠিন উইকেটে ৮ ব্যাটারই শিকার হন ভারতের স্পিনারদের। ১২ রানে ৩ উইকেট নেন সাই কিশোর। ১৫ রানে ২টি নেন ওয়াশিংটন সুন্দর।
রান তাড়ায় প্রথম ওভারেই শূন্য রানে রিপর মণ্ডলের শিকার হন যশস্বী জয়োসোয়াল। তবু বাংলাদেশের সংগ্রহ হেসেখেলে পার করেছেন তিলক ভার্মা ও রুতুরাজ গায়কোয়াড়।
দুজনের জুটি থেকে এসেছে ৫২ বলে ৯৭ রান। তাতে মাত্র ৯.২ ওভারেই কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছে যায় ভারত। তিলক করেন অপরাজিত ২৬ বলে ৫৫ রান। আর রুতুরাজ অপরাজিত ছিলেন ২৬ বলে ৪০ রান করে।
Posted ৭:১১ এএম | শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।