| মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট | 34 বার পঠিত
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে আছে কিউইরা। সিরিজ রক্ষায় সফরকারীদের বিপক্ষে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।
অধিনায়ক হিসেবে এ ম্যাচে অভিষেক হতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর। তার নেতৃত্বেই ব্ল্যাকক্যাপদের বিপক্ষে খেলবেন রিয়াদ-মুশফিকরা। ম্যাচের আগের দিন সোমবার অনুশীলনে ঘাম ঝরিয়েছেন দুই দলের ক্রিকেটাররা।
এ ম্যাচে টাইগার একাদশে আসবে বেশ কিছু পরিবর্তন। তামিম-লিটন বিশ্রামে থাকবেন। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
Posted ৪:০৬ এএম | মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।