শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ভারত-পাকিস্তানের ম্যাচ গেল রিজার্ভ ডে’তে

  |   রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   16 বার পঠিত

ভারত-পাকিস্তানের ম্যাচ গেল রিজার্ভ ডে’তে

বৃষ্টি হানা দিয়েছে বন্ধ করে দিয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। আজ আর খেলা হবে না। আগামীকাল রিজার্ভ ডে’তে হবে খেলা।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে টসে হরে ব্যাট করতে নেমে ২৪.১ ওভারে ২ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১৪৭ রান জমা করে ভারত। এরপর শুরু হয় বৃষ্টি। মাঝে বৃষ্টি থামলে মাঠ প্রস্তুত করা হয় পুনরায় খেলা শুরু করার জন্য।

বাংলাদেশ সময় সাড়ে নটায় ভারত-পাকিস্তান ম্যাচ শুরু করার কথা জানিয়েছিল ম্যাচ আম্পায়ারসরা। তবে ঠিক নটায় ফের মুশল ধারে বৃষ্টি শুরু হলে ম্যাচ রির্জাভ ডে তে সরিয়ে নিতে বাধ্য হয় আম্পায়ারসরা। রির্জাভ ডে এর নিয়ম অনুযায়ী একই অবস্থায় পরদিন বাংলাদেশ সময় সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। তবে সমস্যা হলো পরদিনও যথেষ্ঠ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ভারতের চিন্তার কারণ পরশু ১২ সেপ্টেম্বর তাদের মাঠে নামতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে।

এর আগে পাকিস্তানের শক্তিশালী পেস বোলিং আক্রমণের সামনে পাওয়ার প্লেতে রোহিত- গিল তুলেছিলেন ৬১ রান। আগ্রাসী ব্যাটিংয়ে শুভমান গিল ফিফটি তোলার পর বেশি সময় নেননি রোহিত শর্মাও। ভারতের অধিনায়ক মন্থর শুরুর পরও ফিফটি তুলে নেন ৪৯ বলে। পরে অবশ্য বেশি সময় তাকে থাকতে দেননি সাদাব খান। রোহিতকে ফিরিয়ে বহুল কাঙ্ক্ষিত সাফল্য এনে দিয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার। এরপর শাহিন দেখাচ্ছিলেন তোপ।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ১২১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন সাদাব। পরের ওভারে ফিফটি করা আরেক ব্যাটার শুভমান গিলকে ফেরান শাহিন আফ্রিদি। দুই ওপেনারের ফেরায় চাপে পড়া ভারতকে টানছিলেন বিরাট কোহলি ও দলে ফেরা কেএল রাহুল। তবে বেশি দূর টানতে হয়নি তাদের। ২৪.১ ওভারে বৃষ্টি শুরু হলে সাজঘরে ফিরতে হয় তাদের দু’জনকে।

ম্যাচটি রির্জাভ ডে তে গড়ানোয় পরদিন একই অবস্থানে থেকে শুরু হবে ম্যাচটি। ১৬ বল থেকে ৮ রানে বিরাট ও ২৮ বল থেকে ১৭ রানে উইকেটে আসবেন রাহুল।

উল্লেখ্য, দুই দলের গ্রুপ পর্বের প্রথম ম্যাচটিও শেষ হয়েছিল বৃষ্টির কারণে। ওই ম্যাচে রিজার্ভ ডে না থাকায় পয়েন্ট ভাগ করেছিল দু’দল।

Facebook Comments Box

Posted ৩:৪৬ পিএম | রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।