শনিবার ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

২৩৮ রানের বিশাল জয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের

  |   বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   29 বার পঠিত

২৩৮ রানের বিশাল জয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের

বিশাল জয় দিয়ে এশিয়া কাপ-২০২৩ শুরু করেছে পাকিস্তান। আজ বুধবার মুলতান ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনে তারা নেপালকে হারিয়েছে ২৩৮ রানের বিশাল ব্যবধানে।

এদিন পাকিস্তান আগে ব্যাট করতে নেমে বাবর আজমের ১৫১, ইফতিখার আহমেদের অপরাজিত ১০৯ ও মোহাম্মদ রিজওয়ানের ৪৪ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ৩৪২ রান সংগ্রহ করে।

জবাবে পাকিস্তানের বোলিং তোপে ২৩.৪ ওভারে মাত্র ১০৪ রানে অলআউট হয়ে যায় হিমালয়ের দেশটি। তাতে ২৩৮ রানের বিশাল জয় নিশ্চিত হয় পাকিস্তানের।

সেখান থেকে গুলসান ঝাকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন সোমপাল। কিন্তু ৮২ রানের মাথায় আউট হন তিনি। ৪ চারে তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৮ রান। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে নেপালের ব্যাটিং লাইন-আপ। ৮২ থেকে ১০৪ রানে যেতে বাকি উইকেটগুলো হারায় তারা।

বল হাতে পাকিস্তানের শাদাব খান ৬.৪ ওভার বল করে ২৭ রান দিয়ে ৪টি উইকেট নেন। হারিস রউফ ৫ ওভার বল করে ১ মেডেনসহ ১৬ রান দিয়ে নেন ২টি উইকেট। শাহীন আফ্রিদি ৫ ওভারে ২৭ রান দিয়ে ২টি উইকেট নেন।

ম্যাচসেরা হন সেঞ্চুরিয়ান অধিনায়ক বাবর আজম।

তার আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয় না পাকিস্তানের। তারা ২৫ রান তুলতেই হারিয়ে বসে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে।

এরপর দলের হাল ধরেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তারা দুজন দলীয় সংগ্রহকে টেনে নেন ১১১ রান পর্যন্ত। এরপর দ্রুত রিজওয়ান ও আগা সালমান ফিরলেও বাবর ব্যাট করেন ইনিংসের ৪৯.৪ ওভার পর্যন্ত। ১৩১ বলে ১৪টি চার ও ৪ ছক্কায় ১৫১ রান করে আউট হন তিনি।

তার সঙ্গে পঞ্চম উইকেটে জুটি বাঁধা ইফতিখার আহমেদকে অবশ্য আউট করা যায়নি। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ১০৯ রানে। যা করেন ৭১ বলে ১১টি চার ও ৪ ছক্কায়। তারা দুজন পঞ্চম উইকেটে ১৩১ বলে তোলেন ২১৪ রান। তাতে রান পাহাড় গড়ে পাকিস্তান। ৬ উইকেট হারিয়ে তোলে ৩৪২ রান।

বাবর ও ইফতিখার ছাড়া রিজওয়ান ৫০ বলে ৬টি চারে করেন ৪৪ রান। এছাড়া ফখর জামান ১৪, ইমাম-উল-হক ৫, আগা সালমান ৫ ও শাদাব খান ৪ রান করে আউট হন।

বল হাতে নেপালের সোমপাল কামি ১০ ওভার বল করে ১ মেডেনসহ ৮৫ রান দিয়ে ২টি উইকেট নেন। করণ কেসি ৯ ওভার বল করে ৫৪ রান দিয়ে নেন ১টি উইকেট। আর সন্দীপ লামিচানে ১০ ওভারে ৬৯ রান দিয়ে নেন ১টি উইকেট।

গ্রুপপর্বে দ্বিতীয় ও শেষ ম্যাচে শনিবার পাল্লেকেলে স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। আর সোমবার নেপাল তাদের শেষ ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে।
Facebook Comments Box

Posted ২:০১ এএম | বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।