| বুধবার, ২৩ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | 27 বার পঠিত
বুধবার সকালে হঠাৎ ছড়িয়ে পড়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিকের মৃত্যুর খবর। এর ঘণ্টা চারেক পর জানা যায়, খবরটি ভুয়া। স্ট্রিক নিজেই জানান, তিনি বেঁচে আছেন। স্ট্রিকের মৃত্যুর গুজবটি ছড়িয়ে পড়ে তার জাতীয় দলের সাবেক সতীর্থ হেনরি ওলোঙ্গার একটি টুইটের সূত্র ধরে।
পরে অবশ্য ওলোঙ্গা সেই টুইট মুছে নতুন করে টুইটে নিশ্চিত করেছেন, মারা যাননি স্ট্রিক।
ওলোঙ্গা নতুন টুইটে লিখেছেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে হিথ স্ট্রিকের মৃত্যুর গুজব ব্যাপকভাবে অতিরঞ্জিত হয়েছে। আমি মাত্র তার কাছ থেকেই শুনলাম। থার্ড আম্পায়ার তাকে ফিরিয়ে এনেছেন।
তিনি ভালোভাবেই জীবিত আছেন, বন্ধুরা।’
হোয়াটসঅ্যাপ বার্তায় ভারতীয় পত্রিকা মিড ডেকে স্ট্রিক বলেন, ‘এটা গুজব। আমি বেঁচে আছি, ভালোই আছি। আমি খুব দুঃখ পেয়েছি।
সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে এত বড় একটা খবর কারো কাছ থেকে নিশ্চিত না হয়েই কিভাবে ছড়িয়ে দেওয়া হয়। আমার মনে হয়, যে সূত্র এই খবর ছড়িয়েছে তার ক্ষমা চাওয়া উচিত।’
Posted ১১:৫৭ এএম | বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।