রবিবার ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

হারানো ফোন খোঁজার সুবিধা গুগলে

  |   সোমবার, ১৪ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   33 বার পঠিত

হারানো ফোন খোঁজার সুবিধা গুগলে

মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের ফাইন্ড মাই ডিভাইস উন্মোচন হতে আরও সময় লাগতে পারে। গুগল নিশ্চিত করেছে যে, ফাইন্ড মাই ডিভাইস ফিচারের আপগ্রেড সংস্করণের রোলআউট শুরু করতে কিছুটা সময় লাগতে পারে। সংশোধিত এ সংস্করণটির মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অ্যাপল ডিভাইসগুলোকে ট্র্যাক করতে সহায়তা করার কথা ছিল। কিন্তু, মনে করা হচ্ছে ট্র্যাকারটি ব্যক্তিগত রাখার প্রযুক্তি এখনই প্রকাশের জন্য প্রস্তুত নয়, যা নতুন ফিচার চালু করতে দেরি করছে।

গুগল তার ব্লগ পোস্টে জানিয়েছে যে, ‘এ সময় আমরা ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্কের রোলআউট হোল্ড করে রাখার সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ না অ্যাপল আইওএসের জন্য সুরক্ষা প্রয়োগ করছে।’

চলতি বছরের শুরুর দিকে গুগল আই/ওতে গুগল ঘোষণা করেছিল যে, এটি ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্কে লাখ লাখ ডিভাইস নিয়ে আসছে এবং এটিকে অ্যাপলের প্ল্যাটফরম দ্বারা সমর্থিত ডিভাইসগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলছে। কিন্তু, এ সিস্টেম সামগ্রিক প্রাইভেসিকে প্রশ্নের মুখে ফেলতে পারে। যার জন্য উভয় সংস্থাই নতুন সিকিউরিটি নীতি এবং প্রযুক্তি মেনে চলছে, যা অ্যাপল এখনো আইওএস এর জন্য প্রয়োগ করতে পারেনি। এই ফিচারের সম্পূর্ণ রোলআউট কবে হতে পারে, সেই বিষয়ে এখনই পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। গুগল বছরের শেষের দিকে একটি টাইমলাইন সম্পর্কে কথা বলেছে, তবে এটি নিয়ে আসতে অ্যাপলের সমর্থন প্রয়োজন। তাই আপাতত উভয় কোম্পানির আপডেটের উপরে নজর রাখা ছাড়া উপায় নেই, যাতে ইউনিফাইড ট্র্যাকার অ্যালার্ট চালু হলেই সঙ্গে সঙ্গে সেই বিষয়ে জানা যায়।

Facebook Comments Box
বিষয় :

Posted ৩:০০ এএম | সোমবার, ১৪ অগাস্ট ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।