| শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ | প্রিন্ট | 32 বার পঠিত
ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল পাপুয়া নিউগিনি। পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইপর্বে ফিলিপাইনকে ১০০ রানে হারিয়ে তারা এই যোগ্যতা অর্জন করে। বাছাইপর্বে এ পর্যন্ত খেলা ৫ ম্যাচের সবগুলোই জিতেছে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা পাপুয়া নিউগিনি।
আজ শুক্রবার পোর্ট মোর্সবিতে অনুষ্ঠিত বাছাইপর্বের ম্যাচটিতে পাপুয়া নিউগিনি আগে ব্যাট করে ৬ উইকেটে ২২৯ রান তুলে।
৩৯ বলে ৫৯ রান করেন পাপুয়া নিউগিনির অধিনায়ক আসাদ ভালা। এছাড়া চার্লস আমিনি করেন ২৭ বলে ৫৩ রান। জবাবে ফিলিপাইন ৭ উইকেটে ১২৯ রানের বেশি তুলতে পারেনি। প্রথম ১০ ওভারে তারা মাত্র ৫০ রান তোলায় সেখানেই ম্যাচ শেষ হয়ে যায়।
এর আগে ২০২৪ বিশ্বকাপ নিশ্চিত করা দলগুলো হলো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র, ২০২২ বিশ্বকাপের শীর্ষ আট দল―অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। এ ছাড়া র্যাংকিংয়ের ভিত্তিতে বিশ্বকাপের মূল আসরে জায়গা পেয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ। বাছাইপর্ব থেকে আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড বিশ্বকাপ নিশ্চিত করেছে।
Posted ১:১৭ পিএম | শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।