শনিবার ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

৭ বছরের চুক্তিতে বার্সেলোনায় ব্রাজিলিয়ান তরুণ

  |   বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   14 বার পঠিত

৭ বছরের চুক্তিতে বার্সেলোনায় ব্রাজিলিয়ান তরুণ

ইউরোপের বেশ কয়েকটি ক্লাবের প্রস্তাব প্রত্যাখ্যান করে স্বপ্নের ক্লাব বার্সেলোনাতেই যোগ দিলেন ব্রাজিলিয়ান ১৮ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড ভিতর রক।

গতকাল এক বিবৃতিতে বার্সেলোনা জানায়, বর্তমান ক্লাব আথলেতিকো পারানেন্স থেকে ৭ বছরের চুক্তিতে কাতালান শিবিরে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান এই তরুণ। তবে এখনই ক্লাবের হয়ে মাঠে নামছেন না তিনি। আরও এক মৌসুম পর অর্থাৎ, ২০১৪-২৫ মৌসুমে বার্সার হয়ে খেলবেন তিনি। থাকছেন ২০৩১ সাল পর্যন্ত। ৫০ কোটি ইউরো ধরা হবে তার রিলিজ ক্লজ।

চুক্তির আর্থিক বিষয় এখনও জানা যায়নি ক্লাবের পক্ষ থেকে। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, ৪ কোটি ইউরো ট্রান্সফার ফি দেবে লা লিগা চ্যাম্পিয়নরা। বোনাস-সহ খরচ হবে আরও ২ কোটি ১০ লাখ ইউরো।

ব্রাজিলের ক্লাব পারানেন্সের হয়ে ৬৬ ম্যাচে ২২ গোল করেছেন রক। গত মৌসুমে দলকে কোপা লিবের্তাদোরেসের ফাইনালে তুলতেও রাখেন বড় অবদান।  জাতীয় দলের জার্সিতে এই বছরের শুরুতে অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে আলো ঝলমলে পারফরম্যান্সে সবার নজর কাড়েন তিনি। ব্রাজিলের শিরোপা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ৮ ম্যাচে গোল করেন আসরের সর্বোচ্চ ৬টি।

ওই পারফরম্যান্সের পরই গত মার্চে প্রথমবার ব্রাজিলের জাতীয় দলে ডাক পান খক। মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি নেমে অভিষেক হয় আন্তর্জাতিক ফুটবলে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে সবচেয়ে কম বয়সে অভিষেকের কীর্তি গড়েন তিনি।

Facebook Comments Box

Posted ৭:১৭ এএম | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।