| শনিবার, ০৮ জুলাই ২০২৩ | প্রিন্ট | 21 বার পঠিত
মানহানির মামলায় সাজার ওপর স্থগিতাদেশ চেয়ে ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর করা আবেদন খারিজ করে দিয়েছেন গুজরাট হাইকোর্ট। আজ শুক্রবার তার আবেদন খারিজ করে রায় দেন গুজরাট হাইকোর্টের বিচারপতি হেমন্ত প্রচ্ছকের নেতৃত্বাধীন একটি বেঞ্চ।
শুক্রবার রাহুল গান্ধীর আবেদনের ওপর শুনানির দিন ধার্য করা ছিল। শুনানি শেষে এক সংক্ষিপ্ত ঘোষণায় বিচারপতি হেমন্ত প্রচ্ছক বলেন, ‘নিম্ন আদালত রাহুল গান্ধীর সাজার যে রায় দিয়েছেন, তা সঠিক।’
হাইকোর্টের এ রায়ের ফলে রাহুলের সংসদ সদস্যপদ ফিরে পাওয়ার আশা ফিকে হয়ে এলো। আগামী বছরের লোকসভা নির্বাচনেও প্রার্থিতা নিয়ে দেখা দিয়েছে সংশয়। এখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে তাকে। সুপ্রিম কোর্টও সাজা বহাল রাখলে লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না তিনি।
২০১৯ সালে কর্নাটকে এক নির্বাচনী প্রচারে রাহুল প্রশ্ন তুলেছিলেন, “সব চোরেদের পদবি ‘মোদি’ হয় কেন?” এ মন্তব্যের পর রাহুলের বিরুদ্ধে ‘পদবি অবমাননার’ অভিযোগে গুজরাটের সুরাটের ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির মামলা করেন বিজেপি নেতা পূর্ণেশ মোদি।
এরপর এ মামলায় গত ২৩ মার্চ গুজরাটের সুরাটের ম্যাজিস্ট্রেট আদালত রাহুলকে দুই বছরের কারাদণ্ড দেন। তবে এ সময় রাহুলের জামিন আবেদন মঞ্জুর করে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদনের জন্য ৩০ দিন সময় দিয়েছিলেন বিচারক।
পরে গত ৩ এপ্রিল ম্যাজিস্ট্রেট আদালতের এই রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে সুরাটেরই দায়রা জজ আদালতে আবেদন করেন রাহুল গান্ধী। কিন্তু ২০ এপ্রিল অতিরিক্ত দায়রা জজ বিচারক আরপি মোগেরা সেই আবেদন খারিজ করে সাজা কার্যকরের রায় বহাল রাখেন। এরপর হাইকোর্টে দ্বারস্থ হন তিনি। আজ শুক্রবার সাজার ওপর স্থগিতাদেশ না দেওয়ায় রাহুলকে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে।
Posted ৭:১৯ এএম | শনিবার, ০৮ জুলাই ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।