| বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ | প্রিন্ট | 21 বার পঠিত
উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে নেদারল্যান্ডসকে ৪-২ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠলো ক্রোয়েশিয়া।
বুধবার রাতে নিজেদের মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথমে লিড নিয়েও শেষ পর্যন্ত জয় পেলো না নেদারল্যান্ড। আর বল দখলে শুরু থেকেই আধিপত্য দেখাতে থাকে ক্রোয়েশিয়া।
৩৪ মিনিটে মালেনের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ড। দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফিরে ক্রোয়েশিয়া। আর নির্ধারিত সময়ে ২-২ গোলের নাটকীয়ভাবে সমতা টেনে ম্যাচ অতিরিক্ত সময়ে নিল নেদারল্যান্ড।
অবশ্য আর তেমন কিছু করে দেখাতে পারল না ডাচরা। অতিরিক্ত সময়ের লড়াইয়ে ক্রোয়েশিয়াকে এগিয়ে নেন ব্রুনো পেতকোভিচ। পরে সফল স্পট কিকে ব্যবধান বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করেন অধিনায়ক মদ্রিচ।
দুর্দান্ত জয়ে উয়েফা নেশন্স লিগের তৃতীয় আসরের ফাইনালে উঠল ক্রোয়াটরা।
Posted ৫:০০ এএম | বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।