| সোমবার, ১২ জুন ২০২৩ | প্রিন্ট | 33 বার পঠিত
ব্রাজিল-আর্জেন্টিনার বিদায়ে অনেকটাই রঙ হারিয়েছে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ। ফাইনালে ইতালির মুখোমুখি হয়েছিল উরুগুয়ে। দুই দলের সামনেই ছিল প্রথম শিরোপার হাতছানি। ইতালি এবারই প্রথমবার যুব বিশ্বকাপের ফাইনালে উঠে। অন্যদিকে উরুগুয়ে আগে দুইবার শিরোপা লড়াইয়ে নামলেও হতে পারেনি চ্যাম্পিয়ন।
অবশেষে তৃতীয়বারের চেষ্টায় সাফল্যের মুখ দেখলো উরুগুয়ে। ইতালির স্বপ্ন ভেঙে ১-০ গোলে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতলো লুইস সুয়ারেজের উত্তরসূরীরা।
আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে ফাইনালে ইতালি শুধু বল দখলেই এগিয়ে ছিল। বাকি সব দিক থেকেই এগিয়ে ছিল উরুগুয়ে। ইতালির পোস্টে ১৫টি শট নিয়েছে উরুগুয়ের ফুটবলাররা। যেখানে লক্ষ্যে ছিল চারটি। অপরদিকে পুরো ম্যাচে ইতালির ফুটবলাররা মাত্র তিন শট নিতে পেরেছে প্রতিপক্ষের পোস্টে। যার একটিও অনটার্গেট ছিল না।
ম্যাচের শুরু থেকে দুইদল সমান তালে খেললেও প্রথমার্ধে গোলশূন্য থেকেই বিরতিতে যেতে হয়। এরপর দ্বিতীয়ার্ধেও একই অবস্থা। কোনোভাবেই কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিল না উরুগুয়ে কিংবা ইতালির কেউই। মনে হচ্ছিল ম্যাচ গড়াতে যাচ্ছে অতিরিক্ত সময়ে। তবে একেবারে অন্তিম মুহূর্তে দলকে সাফল্য এনে দেন লুসিয়ানো রদ্রিগেজ।
ম্যাচের ৮৬ মিনিটে জয়সূচক গোলটি করেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড রদ্রিগেজ। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের এটা যুব বিশ্বকাপের প্রথম শিরোপা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
Posted ৫:১৬ এএম | সোমবার, ১২ জুন ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।