| রবিবার, ১১ জুন ২০২৩ | প্রিন্ট | 33 বার পঠিত
রাজধানীর ওয়ারী পুরোনো থানার পাশে টিপু সুলতান সড়কে গ্যাস লাইনে লাগা আগুনে পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদেরকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, দগ্ধ ব্যক্তিরা হলেন- হেলাল, মামুন, রশিদ, সোহেল ও এনামুল।
দুর্ঘটনার পরে টিপু সুলতান সড়কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গ্যাসের চুলা ব্যবহার ও ধূমপান বন্ধ রাখার নির্দেশ দেয় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, মঙ্গলবার দিনগত রাত ২টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের খবর পায়। ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার স্টেশনের তিনটি, সূত্রাপুর স্টেশনের দুটি ও সদরঘাট স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
Posted ৩:২৭ এএম | রবিবার, ১১ জুন ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।