| সোমবার, ০৫ জুন ২০২৩ | প্রিন্ট | 26 বার পঠিত
নিজেকে আলাদা ভাবতেন বলেই এতদিন ফুটবলটা খেলে যাচ্ছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। কিন্তু সব কিছুরই যে শেষ থাকে! এসি মিলানের হয়ে মৌসুমের শেষ ম্যাচ খেলে বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন ৪১ বছর বয়সী সুইডিশ স্ট্রাইকার।
মিলানের হয়ে ইব্রার চুক্তির মেয়াদ শেষ হবে জুনে। একটি মৌসুম চোট জর্জর থাকায় আর চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন না তিনি। ইতি টানছেন এখানেই।
অবশ্য পরে সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, এমন একটা ঘোষণা যে আসবে সেটার খবর কেউ জানতো না, ‘পরিবারও জানতো না এমন কিছু ঘটতে যাচ্ছে। আমি চেয়েছি যখন ঘোষণা করবো, সবাই যেন একই সময় তা শুনতে পারে।’
সুইডেনের সর্বকালের সর্বোচ্চ গোল স্কোরার ইব্রাহিমোভিচ জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন ২০১৬ সালে। কিন্তু বিশ্বকাপ বাছাইয়ে দল ব্যর্থ হওয়ায় আবার অবসর ভেঙে জাতীয় দলে ফেরেন ২০২১ সালে। সুইডেনের হয়ে ১২১ ম্যাচে তার গোল ৬২টি। ক্লাব ফুটবলে তার সর্বোচ্চ গোল পিএসজিতে। ১৮০ ম্যাচে ১৫৬ গোল করেছেন।
Posted ৪:২৯ এএম | সোমবার, ০৫ জুন ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।