| শনিবার, ২৭ মে ২০২৩ | প্রিন্ট | 31 বার পঠিত
চেন্নাই সুপার কিংসের কাছে হেরে মুম্বাইয়ের মুখোমুখি হয় গুজরাট টাইটান্স। লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স দ্বিতীয় কোয়ালিফায়ারে এসেছিল। কিন্তু সময়মতো ঠিকই জ্বলে উঠলো হার্দিক পান্ডিয়ার দল। শেষ পর্যন্ত রোহিত শর্মার মুম্বাই আগের ম্যাচের আত্মবিশ্বাস কাজে লাগাতে পারলো না। মুম্বাইকে গুঁড়িয়ে টানা দ্বিতীয়বার আইপিএলের ফাইনালে নাম লিখিয়েছে গুজরাট টাইটান্স।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুক্রবার মুখোমুখি হয় আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স এবং বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। দ্বিতীয় কোয়ালিফায়ার হওয়ায় সমীকরণটা এমন জিতলে ফাইনাল, হারলে বাদ। এমন সমীকরণে মুম্বাইকে ৬২ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল গুজরাট।
অলিখিত সেমিফাইনালে টস জিতে গুজরাটকে ব্যাটিংয়ে পাঠান মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। আগে ব্যাট করে শুভমান গিলের অতিমানবীয় শতকে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে গুজরাট তোলে ২৩৩ রান। জবাবে ১৮.২ ওভারে ১৭১ রানে অলআউট হয় মুম্বাই।
গুজরাটের পক্ষে ২.২ ওভারে ১০ রান দিয়ে ৫ উইকেট নেন মোহিত শর্মা। দুইটি করে উইকেট পান শামি ও রশিদ।
এদিকে টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনালে গুজরাট টাইটান্সের প্রতিপক্ষ মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।
Posted ৪:৩০ এএম | শনিবার, ২৭ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।