শুক্রবার ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ঢাকায় আসছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্তিনেজ

  |   রবিবার, ২১ মে ২০২৩   |   প্রিন্ট   |   21 বার পঠিত

ঢাকায় আসছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্তিনেজ

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। আগামী জুলাইয়ের শুরুর দিকে কলকাতায় তার একটি নির্ধারিত সফরের আগে ঢাকায় আসতে পারেন বলে জানিয়েছেন এ সফরের আয়োজক শতদ্রু দত্ত। এর আগে পেলে এবং দিয়াগো ম্যারাডোনার মতো ফুটবল কিংবদন্তিদের কলকাতায় নিয়ে এসেছিলেন এই ভারতীয় ক্রীড়া প্রবর্তক।

রোববার ৪৩ বছর বয়সী এই ক্রীড়া প্রবর্তক বলেন, ‘লিওনেল মেসির পর আর্জেন্টিনার সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় সম্ভবত এমিলিয়ানো মার্তিনেজ । তাই আমি এবং আমার অংশীদাররা তাকে কলকাতায় নিয়ে আসছি। আমরা বাংলাদেশের পৃষ্ঠপোষকদের সঙ্গে ৩ জুলাই মার্তিনেজকে ঢাকায় নিয়ে আসার বিষয়ে কথা বলছি। বিষয়গুলো খুবই ইতিবাচক।

‘আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশের সমর্থকদের ক্রেজ সম্পর্কে মার্তিনেজ নিজেও অনেক শুনেছেন। তিনি সম্ভবত সেখানে একদিন থাকবেন এবং সম্ভবত একটি মিটিং-এন্ড-গ্রীট এবং লাঞ্চ কিংবা ডিনার ধরনের ইভেন্টে যুক্ত থাকবেন,’ যোগ করে আরও বলেন শতদ্রু।

আগামী ৪ এবং ৫ জুলাই কলকাতায় কাটাবেন এমিলিয়ানো। এ সময়ে কলকাতার ঐতিহ্যবাহী মোহনবাগান ফুটবল ক্লাব পরিদর্শন করবেন এবং ম্যারাডোনার মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি। এছাড়াও সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে ভারত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে যেতে পারেন।

Facebook Comments Box

Posted ১১:৩৫ এএম | রবিবার, ২১ মে ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।