শনিবার ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

আইসিসি ওয়ানডে সুপার লিগে তৃতীয় অবস্থানে বাংলাদেশ

  |   মঙ্গলবার, ১৬ মে ২০২৩   |   প্রিন্ট   |   25 বার পঠিত

আইসিসি ওয়ানডে সুপার লিগে তৃতীয় অবস্থানে বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের চেমসফোর্ডে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

এই জয়ে তিন বছর ধরে চলা আইসিসির ওয়ানডে সুপার লিগে ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট পরাশক্তি দলকে টপকে তৃতীয় পজিশনে উঠে এসেছে বাংলাদেশ। বাংলাদেশের ওপরে আছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

২০২০ সালে চালু হয় আইসিসি ওয়ানডে সুপার লিগ, যা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের মূল বাছাইপর্ব হিসেবেও স্বীকৃত হয়। লিগের ফরম্যাট অনুযায়ী আইসিসির পূর্ণাঙ্গ সদস্য দেশগুলো ৩ বছরের চক্রে ২৪টি করে ম্যাচ খেলার কথা ছিল। বাংলাদেশসহ ৮টি দল সব ম্যাচ খেলেছে, তবে পাঁচটি দেশ বিভিন্ন কারণে খেলতে পারেনি।

২৪ ম্যাচ খেলে সবচেয়ে বেশি ১৬ জয়ে ১৭৫ পয়েন্ট অর্জন করে নিউজিল্যান্ড। ইংল্যান্ড দ্বিতীয় সর্বোচ্চ ১৫ ম্যাচ জয়ে ১৫৫ পয়েন্ট অর্জন করে। বাংলাদেশের মোট পয়েন্টও ইংল্যান্ডের সমান ১৫৫। রান রেটে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে বাংলাদেশ।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ১৮ ম্যাচ খেলে ১২টিতে জিতে ১২০ পয়েন্ট নিয়ে তালিকার ৬ নম্বরে। ২১ ম্যাচে ১৩ জয়ে ১৩০ পয়েন্ট নিয়ে পাঁচে পাকিস্তান। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতও খেলেছে ২১টি ম্যাচ।

Facebook Comments Box

Posted ২:৪৫ এএম | মঙ্গলবার, ১৬ মে ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।