| সোমবার, ১৫ মে ২০২৩ | প্রিন্ট | 28 বার পঠিত
থাইল্যান্ডের নির্বাচনে সামরিক বাহিনীর মিত্র দলগুলোকে হারিয়ে চমকপ্রদ জয় পেয়েছে দুই বিরোধীদল মুভ ফরোয়ার্ড পার্টি ও পুয়ে থাই পার্টি ।
রোববারের নির্বাচনের ৯৯ শতাংশ ভোট গণনার পর এই দুটি দল অন্যদের ছাড়িয়ে অনেকদূর এগিয়ে রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এই ভোটের মাধ্যমে থাইল্যান্ডের ভোটাররা দেশটির সামরিক বাহিনী সমর্থিত সরকারকে প্রত্যাখ্যান করেছে। দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচাকে সমর্থনকারী দলগুলো জনসমর্থনের দিক থেকে বেশ পেছনে পড়ে গেছে।
এখন দুই বিরোধীদল, মুভ ফরোয়ার্ড ও পুয়ে থাই জোট গঠনের জন্য আলোচনা শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।
সাম্প্রতিক ইতিহাসে ডজনখানেক সামরিক অভ্যুত্থান দেখা থাইল্যান্ডের জন্য এবারের নির্বাচনকে অন্যতম গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে দেখা হচ্ছে।
ভোটের প্রাথমিক ফলাফলে সাবেক প্রযুক্তি নির্বাহী পিটা লিমজারোয়েনরাট (৪২) নেতৃত্বাধীন মুভ ফরোয়ার্ড পার্টি সবচেয়ে এগিয়ে আছে, তাদের পরেই আছে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কন্যা পায়েতোংতার্ন সিনাওয়াত্রা নেতৃত্বাধীন পুয়ে থাই পার্টি।
রয়টার্সের হিসাব অনুযায়ী, এই দুই দল জান্তার রাজনৈতিক বাহন পালাং প্রচারত ও সেনাবাহিনী সমর্থিত থাই নেশন পার্টির চেয়ে তিনগুণ বেশি আসনে জয়ী হওয়া পথে রয়েছে।
পিটা এই ফলাফলকে ‘দারুণ উদ্দীপনামূলক’ বলে বর্ণনা করে সরকার গঠন করার সময় তার দল সামরিক বাহিনী সমর্থিত দলগুলোর বিরোধিতা করে যাবে প্রতিশ্রুতি দিয়েছেন।
তারা পুয়ে থাইয়ের সঙ্গে আলোচনার করার পদক্ষেপ নেবে এবং জোট গঠনের চুক্তি তাদের পরিকল্পনায় আছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
পুয়ে থাইয়ের নেতা পায়েতোংতার্ন সিনাওয়াত্রা মুভ ফরোয়ার্ডকে তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে বলেছেন, “আমরা একসঙ্গে কাজ করতে পারবো।”
তিনি বলেছেন, “আমরা মুভ ফরোয়ার্ডের সঙ্গে কথা বলতে প্রস্তুত, এখন আমরা আনুষ্ঠানিক ফল ঘোষণার জন্য অপেক্ষা করছি।”
তবে সাফল্য সত্ত্বেও মুভ ফরোয়ার্ড ও পুয়ে থাই পার্টিকে ক্ষমতায় যেতে আরও লড়াই করতে হতে পারে।
Posted ২:৩৫ পিএম | সোমবার, ১৫ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।