| রবিবার, ১৪ মে ২০২৩ | প্রিন্ট | 42 বার পঠিত
গায়েবি মামলায় গ্রেপ্তার, নির্যাতনসহ সরকার পদত্যাগের ১০ দফা দাবি আদায়ে ঢাকাসহ সারাদেশে মহানগর-জেলায় বিক্ষোভ সমাবেশের ৪ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ১৯, ২০, ২৬ ও ২৭ মে মহানগরসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করবে দলটি।
শনিবার (১৩ মে) বিকালে রাজধানীর নয়াপল্টনে উত্তর ও দক্ষিণ বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে নতুন কর্মসূচির ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় মির্জা ফখরুল বলেন, দেশে কোনো মানুষ ভালো নেই। সরকার সাধারণ মানুষের জন্য কিছু করছে না, বরং টাকা লুট করে বিদেশে পাচার করছে। এসময় প্রধানমন্ত্রীর বিদেশ সফরের বহর নিয়ে সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, জনগণের জন্য কিছু আনতে নয়, নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করতেই বিদেশ সফর করছেন প্রধানমন্ত্রী। এটি দেশে- বিদেশে সবখানে প্রতিষ্ঠিত সত্য।
Posted ১:৫৬ পিএম | রবিবার, ১৪ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।