| শনিবার, ০৬ মে ২০২৩ | প্রিন্ট | 32 বার পঠিত
করোনা মহামারির কারণে ২০২১ সালের মার্চে তিন ম্যাচের টেস্ট সিরিজের দক্ষিণ আফ্রিকা সফর স্থগিত করেছিল অস্ট্রেলিয়া। সেই ঘাটতি পুষিয়ে নেওয়া হচ্ছে ৮ ম্যাচের সীমিত ওভারের সিরিজ দিয়ে। এই বছরের বিশ্বকাপের প্রস্তুতি অস্ট্রেলিয়া নেবে দক্ষিণ আফ্রিকায়।
আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সফরে তিনটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার ২০২৩-২৪ মৌসুম শুরু হবে এই সফর দিয়ে। আজ ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি ঘোষণা করেছে।
আগস্টের শেষ সপ্তাহে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সফর শুরু হবে। টি-টোয়েন্টি সিরিজের সব কটি ম্যাচ হবে ডারবানে। ৩০ আগস্ট মাঠে গড়াবে দুই দলের প্রথম ম্যাচ, বাকি দুটি ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর।
এই সিরিজ দিয়ে ২০ ওভারের ক্রিকেটে শুরু হবে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ পরবর্তী অধ্যায়। প্রথম দুটি ওয়ানডের ভেন্যু ব্লুমফন্টেইন। পরের তিন ম্যাচ পচেফস্ট্রুম, সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গে।
Posted ৫:৪০ এএম | শনিবার, ০৬ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।