শনিবার ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বার্সার ৪ গোলের রাতে ১৫ বছর বয়সী ইয়ামালের ইতিহাস

  |   রবিবার, ৩০ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   22 বার পঠিত

বার্সার ৪ গোলের রাতে ১৫ বছর বয়সী ইয়ামালের ইতিহাস

রিয়াল বেতিসের বিপক্ষে প্রথমার্ধেই বার্সা ৩-০ গোলে এগিয়ে। বিরতির পর বেতিসের গিদো রদ্রিগেজের আত্মঘাতী গোলে বার্সা জিতেছে ৪-০ ব্যবধানে।

গোল আরও করতে পারত বার্সা। বিরতির পর ৫৭ মিনিটে পেদ্রির পাস থেকে বেতিস গোলকিপারকে একা পেয়ে যাওয়া রবার্ট লেভানডফস্কি বল পোস্টে মারেন। দ্বিতীয় গোলটি পেয়ে যেতে পারতেন তখনই। অবশ্য প্রথমার্থের ৩৬ মিনিটে জুলস কুন্দের ক্রস থেকে গোল করেন পোলিশ তারকা। তাঁর আগে ১৪ মিনিটে রাফিনিয়ার নিখুঁত ক্রস থেকে হেডে গোল করেন বার্সার ডেনিশ সেন্টারব্যাক আন্দ্রেস ক্রিস্টেনসন। চোট থেকে জাভির একাদশে ফেরা ক্রিস্টেনসনের বার্সার হয়ে এটাই প্রথম গোল। প্রথমার্ধে দাপটের সঙ্গে খেলা রাফিনিয়াও গোল পেয়েছেন জাভির একাদশে ফেরা আরেকজনের পাস থেকে। সের্হিও বুসকেটস।

ম্যাচের ৩৩ মিনিটের মধ্যে ১০ জনে পরিণত হওয়ায় বেতিসের রক্ষণও বার্সার আক্রমণভাগের সামনে সেভাবে দাঁড়াতে পারেনি। সেন্টারব্যাক লুইজ ফেলিপে ১২ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়ায় তাঁর বদলি হয়ে নামেন এদগার গনঞ্জালেস। পরের ২১ মিনিটের মধ্যে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বেতিসের এই ডিফেন্ডার।

১৯৭২ সালে আন্তনিও হিদালগো ও ২০০৩ সালে দেপোর্তিভোর হয়ে আর্জেন্টিনার বর্তমান কোচ লিওনেল স্কালোনির পর তৃতীয় খেলোয়াড় হিসেবে লা লিগার অনাকাক্ষিত এক পাতায় নাম লিখিয়েছেন এদগার গঞ্জালেস। লা লিগার ইতিহাসে বদলি হয়ে নেমে প্রথমার্ধেই দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়া তৃতীয় খেলোয়াড় তিনি। প্রথমার্ধে বার্সার পোস্টে কোনো শট নিতে না পারা বেতিসের বিপক্ষে বার্সার একচ্ছত্র দাপটের এ ম্যাচে রেকর্ড হয়েছে আরও।

বেতিসের উইঙ্গার ৪১ বছর বয়সী হোয়াকিন লা লিগার ইতিহাসেই সবচেয়ে বয়স্ক খেলোয়াড়। ৬৪ মিনিটে বদলি হয়ে তাঁর উঠে যাওয়ার ১৯ মিনিট পর উল্টো এক ঘটনা দেখা গেল। ম্যাচের ৮৩ মিনিটে গাভিকে তুলে ১৫ বছর ২৯০ দিন বয়সী মরক্কোন বংশোদ্ভুত স্প্যানিশ ফরোয়ার্ড লামিন ইয়ামালকে নামান জাভি। ইএসপিএন টুইটে জানিয়েছে, বার্সার হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেকের রেকর্ড গড়লেন ইয়ামাল।

ফুটবলের পরিসংখ্যানভিত্তিক টুইটার অ্যাকাউন্ট মিস্টারচিপ দাবি করেছে, লা লিগার ইতিহাসে বার্সার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক ঘটল ইয়ামালের। বার্সার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অফিশিয়াল ম্যাচে অভিষেকের রেকর্ড আমান্দো মার্তিনেজ সাহির। ১৪ বছর ২০০ দিন বয়সে তাঁর অভিষেক ঘটেছিল বলে দাবি মিস্টারচিপের। ১৯২০ সালের ১৪ নভেম্বর বার্সার হয়ে কাতালুনিয়া আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে ইন্টারন্যাসিওনালের বিপক্ষে অভিষেক হয়েছিল সাহির।

কিন্তু ট্রান্সফারমার্কেটের তালিকা অনুযায়ী, লামিন ইয়ামালই বার্সার ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড়। ১৯০৬ সালের ২৮ এপ্রিলে জন্ম নেওয়া আমান্দো মার্তিনেজ সাহি এ তালিকায় দ্বিতীয়। ১৯২২ সালের ২ এপ্রিল কোপা দেল রে-তে রিয়াল গিহনের বিপক্ষে ১৫ বছর ৩৩৯ দিন বয়সে বার্সার হয়ে সাহির অভিষেক বলে দাবি করেছে ট্রান্সফারমার্কেট।

যাই হোক, বিরতির পর লেভা-দেম্বেলেরা সুযোগ নষ্ট করেছেন। চোট থেকে ফেরা ওসমান দেম্বেলেকে বেঞ্চ থেকে নামিয়েছিলেন জাভি। ৮২ মিনিটে বার্সা চতুর্থ গোলটি পেয়েছে আনসু ফাতির ক্রস থেকে। বাইলাইন ধরে দৌড়ে ফাতির ক্রস ‘ক্লিয়ার’ করতে গিয়ে নিজেদের জালে জড়ান বেতিসের রদ্রিগেজ। নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচে মাত্র ২ গোল করেছিল বার্সা। এই ম্যাচে ৪ গোলের জয়ে জাভির তাই স্বস্তি পাওয়ার কথা।

৩২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। ৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। দুই দলের হাতেই আর ৬টি করে ম্যাচ। রিয়ালের সঙ্গে ১১ পয়েন্ট ব্যবধানে শীর্ষে বার্সা।

Facebook Comments Box

Posted ১:২২ এএম | রবিবার, ৩০ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।