| বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 34 বার পঠিত
জাপানের ইতিহাসে গত রোববার সবচেয়ে কম বয়সী মেয়র নির্বাচিত হয়েছেন রোসুকে তাকাশিমা। তিনি ১ মে থেকে হায়োগো প্রিফেকচারের আশিয়া সিটির মেয়র হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন। দেশটির সরকারি সম্প্রচারকেন্দ্র এএইচকে এ তথ্য জানায়। খবর: এএফপি’র।
২৬ বছর ২মাস বয়সী এই তরুণ গত বছর যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ প্রকৌশল বিষয়ে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। জয়ের প্রতিক্রিয়া জানতে চাইলে তাকাশিমা সাংবাদিকদের বলেন, আমার মনে হয়, বয়স কম হওয়ার কারণে লোকজন খুব সহজে আমার সঙ্গে মিশতে পারবেন। কারণ, আমার রাজনীতির কোনো অভিজ্ঞতা নেই। আমি যা বুঝতে পারি না, তা সবার কাছে জিজ্ঞাসা করে জানতে চাই। এভাবে আমি অনেক কিছু শিখতে পারি। আর আমি আমার কাজের মধ্য দিয়ে সেই জিনিসগুলোর প্রতিফলন দেখাতে চাই।
এর আগে দেশটির সর্বকনিষ্ঠ মেয়র ছিলেন কাতারো শিশিতা। তিনি ১৯৯৪ সালে ২৭ বছর বয়সে টোকিওর মুসাশিমুরায়ামা থেকে মেয়র নির্বাচিত হয়েছিলেন।
Posted ৬:১১ এএম | বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।