| বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 25 বার পঠিত
২০২১ সালের ২৬ আগস্ট আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে ভয়াবহ বোমা হামলা চালায় সশস্ত্র জঙ্গি গোষ্ঠী আইএসআইএস। ওই বোমা বিস্ফোরণে ১৩ মার্কিন সেনা ছাড়াও ১৭০ জন সাধারণ মানুষ নিহত হন।
আফগানিস্তানের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ওই বোমা হামলার মূল হোতাকে তালেবান হত্যা করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
হামলার পরিকল্পনাকারী ওই আইএসআইএস নেতাকে কয়েক সপ্তাহ আগে হত্যা করা হয়েছে। তবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে একটু সময় লেগেছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। কারণ এ ব্যাপারে নিশ্চিত হতে বিভিন্ন গোয়েন্দা তথ্য পর্যালোচনা ও সেখানে নজরদারি চালানো হয়।
গোয়েন্দা তথ্য এবং সরেজমিন পর্যবেক্ষণের মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। হামলার জন্য ওই ব্যক্তি দায়ী বলে তারা কীভাবে জানতে পেরেছিল সে সম্পর্কে বিস্তারিত জানাননি।
ঊর্ধ্বতন এক মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেছেন, ‘সরকারের বিশেষজ্ঞরা এ ব্যাপারে খুবই আস্থাশীল যে, এই ব্যক্তিই আদতে বোমা হামলার জন্য মূল দায়ী ব্যক্তি।’
সোমবার যুক্তরাষ্ট্র বোমা হামলায় নিহত সেনাদের পরিবারকে আইএস নেতার মৃত্যুর খবর জানাতে শুরু করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে আফগানিস্তান থেকে নিজেদের সেনাদের প্রত্যাহার করা শুরু করে যুক্তরাষ্ট্র। আর এই সুযোগে তালেবানের যোদ্ধারা রাজধানী কাবুল দখল করে নেন। তালেবান শাসনের ভয়ে বিদেশে পালিয়ে যেতে হাজার হাজার মানুষ কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে জড়ো হন। তখনই চালানো হয় এমন ন্যাক্কারজনক হামলা।
Posted ৫:৫৭ এএম | বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।