| বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 26 বার পঠিত
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া লঞ্চঘাট এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন ৪জন।
মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কালাইয়া লঞ্চঘাট এলাকার খান বরফকলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন মো. রাসেল খান (৩৫)। তিনি ওই আইস ফ্যাক্টরি পরিচালনার দায়িত্বে ছিলেন। দগ্ধ চারজন হলেন বরফকলের কর্মচারী- প্রেমানন্দ (৫৫), কৃষ্ণ রাণী ( ৪০), ইব্রাহিম (২৯) ও আফজাল (৫০)। হতাহতরা তারা সবাই বাউফলের বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে খান আইস ফ্যাক্টরির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। ওই সময় কারখানায় থাকা রাসেলসহ আরও চারজন দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের গতকাল রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক সিলিন্ডার বিস্ফোরণে যুবকের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
Posted ৫:৩৮ এএম | বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।