| রবিবার, ২৩ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 28 বার পঠিত
ফের সম্মানিত হলেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। অক্সফোর্ড ইউনিভার্সিটির লিনাক্রে কলেজের পক্ষ থেকে সম্মানসূচক ফেলোশিপ দেওয়া পেলেন পাকিস্তানের নারীশিক্ষা অধিকারকর্মী ও শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে। ১৮ এপ্রিল তাঁকে এ ফেলোশিপ প্রদান করা হয়। তিনি প্রথম পাকিস্তানি হিসেবে এ ফেলোশিপ পেলেন। অক্সফোর্ড পাকিস্তান প্রোগ্রামের (ওপিপি) পক্ষ থেকে গত শুক্রবার এ তথ্য জানানো হয়।
এর ফলে মালালা ফান্ডের সহপ্রতিষ্ঠাতা মালালা ইউসুফজাই উঠে এলেন নোবেল পুরস্কার বিজয়ী স্যার পল নার্স এবং দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল এসেম্বলির প্রথম স্পিকার ড. ফ্রেন গিনওয়ালার তালিকায়। তারাও এই কলেজ থেকে একই সম্মানসুচক ফেলোশিপ পেয়েছিলেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে ২৫ বছর বয়সী মালালা লিনাক্র কলেজে তার বন্ধুদের সঙ্গে সাক্ষাতের স্মৃতি রোমন্থন করেন এবং অক্সফোর্ড পাকিস্তান প্রোগ্রামের প্রশংসা করেন।
কলেজের প্রিন্সিপাল নিক ব্রাউন শিক্ষার প্রতি মালালার অটল অঙ্গীকারের মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রচেষ্টার প্রশংসা করে বলেন, মালালা নারীশিক্ষার সমর্থনে তাঁর অসাধারণ কাজের জন্য বিশ্বব্যাপী স্বীকৃত। তাঁর হাতে এই পুরস্কার তুলে দিতে পেরে আমরা গর্বিত।
Posted ৪:০৮ এএম | রবিবার, ২৩ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।