| শনিবার, ২২ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 21 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে বাবুল ভূইয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বিটঘর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক বাবুল ভূইয়া বিটঘর দক্ষিণপাড়া মৃত শহিদ ভূইয়ার বড় ছেলে।
এলাকাবাসী জানান, বিটঘর গ্রামের বুড়ি নদীর তীরে ধান কাটার জন্য জমিতে যান কৃষক বাবুল। ওই সময় তীব্রগতিতে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটলে তিনি লাফিয়ে নদীর পানিতে পড়ে যান। পরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার জানান, বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।
Posted ১২:০৪ এএম | শনিবার, ২২ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।