রবিবার ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ

  |   বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   22 বার পঠিত

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন-সমাবেশ

সাংবাদিক নির্যাতনের নিরাপদ রুট হয়ে উঠেছে রংপুর। প্রায়ই কোথাও না কোথাও সাংবাদিক নির্য়াতনের ঘটনা ঘটছে। মামলা, হুমকি-ধামকি চলছে। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে সাংবাদিক মামলা করলেও ওইসব মামলার কোন অগ্রগতি নেই।  এছাড়া ডিজিটার নিরাপত্তা আইনে মামলসহ বিভিন্নভাবে নির্যাতন করা হচেছ সাংবাদিকদের। সর্বশেষ বুধবার সাংবাদিক জাহাঙ্গীর আলম বাদল, সাংবাদিক ইমরোজ হোসেন ইমু পৃথক পৃথক ঘটনায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।এই হামলার প্রতিবাদের বৃহস্পতিবার রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন-সমাবেশ করেছে সাংবাদিক সমাজ।

এসময় হামলাকারি সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রশাসনের প্রতি দাবী জানানো হয়। অন্যত্থায় ঈদের পর বৃহত্তর আন্দোলন গড়ে তোলার  ঘোষণা দেন সাংবাদিকরা।

সাংবাদিক নির্যাতনের ঘটনায় বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক লিয়াকত আলী বাদলের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু, রিপোর্টাস ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক শাহ বায়েজিদ আহমেদ, রংপুর রিপোর্টাস ক্লাবের আকের গ্রুপের সাধারণ সম্পাদক মাজহারুল মান্নান, সাংবাদিক তাজিদুল ইসলাম লাল, জয়নাল আবেদীন প্রমুখ । সাংবাদিক নেতাদের আশঙ্কা এবিষয়ে  মামলা হলেও অপরাধীরা থেকে যাবেন ধরা ছোঁয়ার বাইরে। পৃথক এ দুটি হামলার ঘটনায় মামলা হলেও পুলিশ প্রশাসন আসামিদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। সাংবাদিকদের ওপর একের পর এক হামলা, মামলা ও নির্যাতন-নিপীড়নের ঘটনায় রংপুরের সাংবাদিক সমাজ  উদ্বিগ্ন।

Facebook Comments Box

Posted ৪:২৪ পিএম | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(173 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।