রবিবার ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মার্কেটে সার্বক্ষণিক সতর্ক পাহাড়ায় থাকবে পুলিশ: ডিএমপি কমিশনার

  |   মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   25 বার পঠিত

মার্কেটে সার্বক্ষণিক সতর্ক পাহাড়ায় থাকবে পুলিশ: ডিএমপি কমিশনার

রাজধানীর মার্কেটগুলোতে পুলিশ সার্বক্ষণিক পাহারায় থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে ডিএমপির সদরদপ্তরের সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সম্প্রতি বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা পর্যালোচনা ও করনীয় নির্ধানণ এবং আসন্ন ঈদ-উল-ফিতর ও ঈদ পরবর্তী সময়ে মার্কেটের নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে ডিএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, শপিং মল, জুয়েলারি মার্কেটসহ বাজার কেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। সভায় ব্যবসায়ীরা তাদের পরামর্শ ও প্রস্তাব তুলে ধরেন।

ডিএমপি কমিশনার বলেন, অগ্নিকাণ্ডের অন্যতম কারণ হচ্ছে পুরাতন ইলেকট্রিক্যাল লাইন সংস্কার না করা, নকল, সস্তা ও মানহীন ইলেকট্রনিক্স পণ্য ব্যবহার করা। অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়ানোর জন্য মানসম্মত ইলেকট্রনিক্স পণ্য ব্যবহার ও যে সকল মার্কেটে সিসিটিভি ক্যামেরা নেই নিরাপত্তার স্বার্থে দ্রুত সিসি ক্যামেরা বসাতে হবে।

খন্দকার গোলাম ফারুক বলেন, প্রত্যেক মার্কেটে অগ্নিকাণ্ড যেন না ঘটে তার ব্যবস্থা ও হঠাৎ কোনো কারণে অগ্নিকাণ্ড ঘটলে তা নির্বাপণের প্রয়োজনীয় প্রস্তুতি থাকতে হবে। বিশেষ করে আগুন লাগলে ফায়ার সার্ভিস কর্মীরা কোন পথে প্রবেশ করবে, কোন পথে মালামাল বের করা হবে তার বিস্তারিত পরিকল্পনা থাকতে হবে। এ ধরনের পরিকল্পনা সবার সুবিধার্থে প্রকাশ্য স্থানে টানিয়ে রাখা যেতে পারে।

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকারের সঞ্চালনায় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ হেডকোয়ার্টার্সের কর্মকর্তা, বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতা, এফবিসিসিআইসহ ঢাকার বিভিন্ন থানার স্থানীয় ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ২:৪২ পিএম | মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(173 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।