| সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 24 বার পঠিত
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ইতালি ও লাৎসিওর ফুটবলার চিরো ইম্মোবিলে। ইতালির সংবাদ মাধ্যমের বরাতে মিরর জানিয়েছে, রোমে রোববার একটি ট্রামের সঙ্গে ইম্মোবিলের গাড়ির ধাক্কা খায়। যেখানে গাড়িতে তার দুই কন্যা সন্তান ছিল।
এক বিবৃতিতে ইম্মোবিলের ক্লাব লাৎসিও জানিয়েছে, ৩৩ বছর বয়সী এই ফুটবলার মেরুদণ্ডে আঘাত পেয়েছেন এবং তার ডান পাঁজরে ফাটল ধরা পড়েছে। তবে বর্তমানে তার অবস্থা ‘ভালো।
গত শুক্রবার সিরিআর ম্যাচে স্পেৎসিয়ার বিপক্ষে লাৎসিওর ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে একটি গোল করেন ইম্মোবিলে। আগামী শনিবার তোরিনোর মুখোমুখি হবে দলটি।
Posted ৭:৪৪ এএম | সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।