| রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 23 বার পঠিত
কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেল স্টেশনে থেমে থাকা মালবাহী একটি ট্রেনকে ধাক্কা দেয় ‘সোনার বাংলা’ এক্সপ্রেস ট্রেন। এতে ‘সোনার বাংলা’ ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি দুমড়ে মুচড়ে লাইনচ্যুত হয়।
দুর্ঘটনায় ৪০ জনের মতো আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা শরিফুল আলম জানান, চট্টগ্রাম থেকে ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন আজ রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসানপুর স্টেশনে একটি কনটেইনারবাহী মেইল ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন ও ৬টি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত বগির মধ্যে ৩টি এসি চেয়ার ও ৪টি শোভন চেয়ার রয়েছে। তিনি জানান, হাসানপুর স্টেশনে সিগনাল ফেল করে সোনার বাংলা এক্সপ্রেস মূল লাইন দিয়ে না গিয়ে, লুপ লাইনে ঢুকে পড়ে। তখন লুপ লাইনে দাঁড়িয়ে থাকা কনটেইনারবাহী ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেয় এটি।
দুর্ঘটনার পর ঢাকা ও চাঁদপুর অভিমুখী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
Posted ৩:১৯ পিএম | রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।