| রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 30 বার পঠিত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির তিন নেতা ঢাকায় অবস্থিত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন। তবে বৈঠকের বিষয়ে বিএনপি নেতারা কিছু বলেননি।
মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র ব্রায়ান বৈঠকের ব্যাপারে জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং একটি অহিংস রাজনৈতিক প্রক্রিয়ার গুরুত্ব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
এর আগে রোববার সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে যান।
এর পর সেখানে ঘণ্টাখানেক অবস্থান করেন বিএনপি নেতারা। তার পর মার্কিন রাষ্ট্রদূতের বাসা থেকে বেরিয়ে যান তারা। বৈঠকে অংশ নেওয়া বিএনপির কোনো নেতা বৈঠকের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
Posted ১১:৫৪ এএম | রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।