রবিবার ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

যুদ্ধে উৎসাহ দেওয়া বন্ধ করা উচিত যুক্তরাষ্ট্রের:ব্রাজিলের প্রেসিডেন্ট

  |   শনিবার, ১৫ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   25 বার পঠিত

যুদ্ধে উৎসাহ দেওয়া বন্ধ করা উচিত যুক্তরাষ্ট্রের:ব্রাজিলের প্রেসিডেন্ট

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, ইউক্রেন যুদ্ধে উৎসাহ দেওয়া বন্ধ করে যুক্তরাষ্ট্রের উচিত হবে শান্তি আলোচনার কথা বলা। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নেরও (ইইউ) শান্তি প্রতিষ্ঠার কথা বলা শুরু করা প্রয়োজন। চীন সফররত লুলা গতকাল শনিবার বেইজিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

ব্রাজিলের প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ‘যুদ্ধে উৎসাহ দেওয়া বন্ধ করা দরকার যুক্তরাষ্ট্রের। তাদের শান্তির কথা বলা প্রয়োজন। ইউরোপীয় ইউনিয়নেরও শান্তি আলোচনা নিয়ে কথা বলা শুরু করতে হবে যাতে করে আমরা পুতিন এবং জেলেনস্কিকে বোঝাতে পারি যে আমাদের সবার স্বার্থেই এখন শান্তি আলোচনা জরুরি।’

লুলা জানিয়েছেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে তাঁরা ইউক্রেন প্রসঙ্গে সমমনা নেতাদের নিয়ে একটি গোষ্ঠী গঠনের বিষয়ে আলোচনা করেন।

জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া লুলা বলেন, ‘আমার একটি তত্ত্ব আছে যেটা আমি ইতিমধ্যে ফ্রান্সের মাখোঁ, জার্মানির ওলাফ শলৎজ ও জো বাইডেনের কাছে তুলে ধরেছি। গতকাল সি চিন পিংয়ের সঙ্গেও দীর্ঘ আলোচনা হয়েছে। শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজতে ইচ্ছুক দেশগুলোকে নিয়ে একটি গোষ্ঠী গঠন করা দরকার।’

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শান্তি আলোচনার প্রস্তাব নাকচ করে বলে আসছেন, পুতিন ক্ষমতায় থাকাকালে শান্তি আলোচনা সম্ভব নয়।

গত শুক্রবার লুলা বেইজিং সফরে যান। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে আলোচনা করতেই বেইজিংয়ে তিনি। লুলা চীন-ব্রাজিল সম্পর্ক মেরামত করতে চান। কারণ তাঁর পূর্বসূরী জইর বলসোনারোর সময় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছিল। লুলা টানাপোড়েনের অবসান ঘটিয়ে চীনের সঙ্গে মিত্রতা চান।

Facebook Comments Box

Posted ১০:২২ পিএম | শনিবার, ১৫ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।