| শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 19 বার পঠিত
অনির্দিষ্টকালের জন্য রাজধানীর নিউমার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।
তিনি বলেন, নিউমার্কেটের সার্বিক নিরাপত্তার বিষয়টি আমরা প্রাধান্য দিচ্ছি। সব দোকান মালিকদের নিয়ে এই জায়গায় অবস্থান করছি। যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত না হবে অর্থাৎ সম্পূর্ণভাবে আগুন না নিভবে ততক্ষণ পর্যন্ত মার্কেট খোলা হবে না। সবার সঙ্গে বসেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিউমার্কেট বন্ধের ঘোষণা বলবৎ থাকবে বলেও জানান তিনি।
শনিবার (১৫ এপ্রিল) সকাল থেকে আগুনের কারণে আশপাশের চাঁদনি চক ও গাউছিয়া মার্কেটও বন্ধ রয়েছে।
শনিবার ভোরে নিউমার্কেটের পেছনের দিকে নিউ সুপার মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৫টা ৪০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট নিরলস প্রচেষ্টা চালিয়ে সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনও আগুন নেভেনি। পুরোপুরি আগুন নেভাতে আরও কিছু সময় লাগবে বলে জানান সংশ্লিষ্টরা।
Posted ১২:২০ পিএম | শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।