| শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 24 বার পঠিত
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের ‘হিটলারি শাসন’ চলবে না বলে মন্তব্য করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সাবেক সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আজ শুক্রবার পশ্চিমবঙ্গে বীরভূমে বিজেপি আয়োজিত এক জনসভায় এ কথা বলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, জনসভায় অমিত শাহ বলেন, ‘বাংলার উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য নয়। তার একমাত্র লক্ষ্য- অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী করতে চান।’
অমিত শাহ আশা প্রকাশ করেন, সাধারণ মানুষ ভোটবাক্সে মমতাকে ‘যোগ্য’ জবাব দেবেন। আর আবারও নরেন্দ্র মোদিই ভারতের প্রধানমন্ত্রী হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বোলপুর এবং বীরভূমে জিততে পারেনি বিজেপি। আবার বিধানসভা নির্বাচনেও এ দুই জায়গায় ভালো ফল করতে পারেনি তারা। বিধানসভা ভোটের ফলাফলের নিরিখে ১১টি আসনের মধ্যে মাত্র দুটি আসন নিজেদের দখলে রাখতে পেরেছিল বিজেপি।
বিজেপির দাবি, এবার পরিস্থিতি অনেকটা অন্যরকম। তৃণমূলের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল কারাবন্দি থাকার ফলে দলটির স্থানীয় নেতাকর্মীদের মনোবল ভেঙে গিয়েছে। আর সেই সুযোগেই বীরভূমে শক্ত ঘাঁটি তৈরি করতে চাইছে বিজেপি।
Posted ২:৫৩ এএম | শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।