| বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 27 বার পঠিত
ভারতে বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। দেশটিতে গত ২৪ ঘন্টায় ১০ হাজারের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে করোনা। যা আগের দিনের তুলনায় ৩০ শতাংশ বেশি। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৯৯৮ জন।
এতে করে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে বেড়েছে করোনায় আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যাও। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সরকারি সূত্র বুধবার জানায়, ভারতে স্থানীয় পর্যায়ে প্রবেশ করেছে করোনা। আগামী ১০ থেকে ১২ দিন সংক্রমন বাড়তে থাকবে, তারপর কমে যাবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ওমিক্রনের এক্সবিবি.১.১৬ সাবভেরিয়েন্টটি এখন ভারতে তাণ্ডব চালাচ্ছে। তবে এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ভ্যাকসিন এই সাবভেরিয়েন্টের বিরুদ্ধে কার্যকর।
বিভিন্ন সূত্রের বরাতে এনডিটিভি বলেছে, সাবভেরিয়েন্টের প্রকোপ ফেব্রুয়ারিতে ২১ দশমিক ৬ থেকে মার্চে ৩৫ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে। সূত্র: এনডিটিভি
Posted ২:০৫ পিএম | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।