| বুধবার, ১২ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 28 বার পঠিত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকায় একটি টেক্সটাইল মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করেছে।
বুধবার (১২ এপ্রিল) দুপুর পৌনে ১টায় কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকার জমজম স্পিনিং মিলস্ লিমিটেডে এ আগুনের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, বুধবার দুপুরে কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকার জমজম স্পিনিং মিলস্ লিমিটেডের সামনের একটি তুলার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় দেড় ঘন্টা পর বেলা ২ টা ৩৫ মিনিটে জমজম স্পিনিং মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এঘটনা এখনো কোন হতাহত খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় কন্টোল রুমের অপারেটর জানান, জমজম স্পিনিং আগুন নিয়ন্ত্রণে আটটি ইউনিট কাজ করছে। বেলা আড়াইটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
Posted ৯:১৮ এএম | বুধবার, ১২ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।