| রবিবার, ০৯ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 33 বার পঠিত
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সেলিম উদ্দিন (৪০) ও তার শিশুপুত্র মিনহাজ (১০)।
শনিবার (৮ এপ্রিল) রাত দশটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, শনিবার রাত ১০টার দিকে বড় দারোগারহাট বাজার থেকে সেলিম উদ্দিন ও তার ছেলে মিনহাজ উদ্দিন ঈদের কেনাকাটা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময় চট্টগ্রামমুখী তরমুজবাহী ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপকে ধাক্কা দেয়। পরবর্তীতে পিকআপটি বাবা-ছেলেকে চাপা দেয়। তাদের মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় দারোগারহাট এলাকার দায়িত্বে থাকা কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ শাহাদাত হোসেন সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহতের বিষয়টি নিশ্চিত করেন। নিহতদের সুরতহাল শেষে লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
Posted ৩:৫০ এএম | রবিবার, ০৯ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।