রবিবার ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ডাকাতি করতে গিয়ে কারাগারে ৩ পুলিশ সদস্য

  |   শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   19 বার পঠিত

ডাকাতি করতে গিয়ে কারাগারে ৩ পুলিশ সদস্য

রাজধানীর বিমানবন্দর এলাকায় মধ্যরাতে ডাকাতি করতে গিয়ে থানা-পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন তিন কনস্টেবল। তাঁরা পিএমও শাখার মিরপুর বিভাগে কর্মরত বলে জানা গেছে। এই ঘটনায় বিমানবন্দর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। গত ১ এপ্রিল রাত ১২টার দিকে ওই ঘটনা ঘটে বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—রবিউল ব্যাপারী (২৭), মো. আজাদ (২৪) ও উজ্জ্বল চন্দ্র বর্মণ (২৫)। তাঁদের কাছ থেকে একটি হাতকড়া, লেজার লাইট ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার পরিদর্শক (অপারেশন) শফিকুল ইসলাম। তিনি বলেন, ডাকাতির প্রস্তুতিকালে তিন কনস্টেবলকে বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন, সংঘবদ্ধ ডাকাত চক্রের সঙ্গে তাঁদের ঘনিষ্ঠতা রয়েছে। অভিযানের সময় ডাকাত চক্রের কয়েকজন একটি মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়।

তিন পুলিশ কনস্টেবলসহ নয়জনের নাম উল্লেখ করে বিমানবন্দর থানায় মামলা করেন ওই থানার উপপরিদর্শক (এসআই) আহসান উল্লাহ। মামলাটি তদন্ত করছেন উপপরিদর্শক (এসআই) আকিব নুর।

Facebook Comments Box

Posted ১০:৫৯ পিএম | শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(173 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।