| শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 32 বার পঠিত
জাপানজুড়ে ছড়িয়ে পড়েছে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু। এতে আক্রান্ত হয়ে মারা গেছে প্রচুর মুরগি। পরিস্থিতি এতটাই জটিল হয়েছে যে, দেশটির অনেক জায়গায় বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া মুরগি পুঁতে ফেলতে পর্যাপ্ত জায়গা পাওয়া যাচ্ছে না।
কর্তৃপক্ষ ভাইরাসটি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। এরই মধ্যে নিধন করা হয়েছে প্রায় এক কোটি ব্রয়লার মুরগি। বার্ড ফ্লুর কারণে বিশ্বজুড়েই সংকটে পড়েছে এই খাত।
এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের মৌসুমে জাপানের খামারগুলোয় বার্ড ফ্লুতে ১ কোটি ৭৯ লাখের বেশি মুরগির প্রাণ গেছে। দেশটির ইতিহাসে আগে কখনোই একসঙ্গে এত মুরগি বার্ড ফ্লুতে আক্রান্ত হয়নি।
কৃষিমন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মৌসুমে ৪৭ অঞ্চলের ২৩ জায়গায় ভাইরাসটি শনাক্ত হয়েছে। প্রত্যেক বছরের অক্টোবরে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ে। পরিযায়ী পাখিই মূলত এ জন্য দায়ী।
ভাইরাসটি সাধারণত পাখির শরীর থেকে ছড়িয়ে পড়ে। আক্রান্ত পাখিরা এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই চলে যায় বলে রোগটিও দ্রুত ছড়ায়। বার্ড ফ্লু বায়ুবাহিত রোগ হিসেবে বিবেচিত।
Posted ৪:৫২ এএম | শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।